দীঘিনালাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ জন আটক

প্রকাশঃ ০৩ মার্চ, ২০২১ ০১:১৯:৫৩ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ১০:২৩:৫৩
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও বাঘাইছড়ির সীমান্তবর্তী এলাকা শুকনাছড়িতে সেনাবাহিনীর দীঘিনালা জোনের একটি টহল টিম আজ  বুধবার ভোর ৬টার সময়  বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ১০টি মোবাইল, নগদ ৫লক্ষ ৭৪ হাজার টাকা, পিস্তলের ম্যাগাজিন ৩টি ৪০রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৪টি রশিদ সন্ত্রাসী কার্যক্রমের বই সহ চার সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ দীঘিনালা ইউনিটের কোম্পানি কমান্ডার প্রত্যয় চাকমা ওরপে প্রিতি ডাক্তার, ইউপিডিএফ দিঘীনালা ইউনিটের চীফ কালেক্টর বিদু ভুষন চাকমা, কালেক্টার সমর বিকাশ চাকমা,কালেক্টার পুর্ন জীবন চাকমা কে আটক করা হয়।

আটক কৃতদের জিজ্ঞাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে জানা যায়।

এদিকে এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডএফের চার সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions