বান্দরবানে শেষ হল সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৫২:১৪ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৯:০৫:৫০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে শেষ হল সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা । ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত অনুষ্ঠানের মধ্য দিয়ে  সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই অনলাইন কর্মশালার সমাপ্তি ঘটে।

এসময় (বেতার,অনু.প্রশি) উপ-পরিচালক মো.আবুজার গাফফারী ,কর্মশালা সমন্বয়ক মো.আব্দুস সালাম প্রোগামার,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম (মনু),সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ দুইদিনব্যাপী অনলাইন কর্মশালায় অংশ নেয়া জেলার ২৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

গেল ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ৯.৩০মিনিটে জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম,এনডিসি কর্মশালাটির উদ্বোধন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব  ও P4D প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মো.গোলাম ফারুক। এসময় অনলাইন কর্মশালার উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, প্রকল্পের টিম লিডার মি.আর্র্সেন স্টেফেনিয়ন। জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের উদ্যোগে বান্দরবান সদর উপজেলায় ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫ জন গণমাধ্যমকর্মীদের নিয়ে   P4D(Platforms for Dialogue)প্রকল্পের আওতায় ২দিনব্যাপী “ সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ ” শীর্ষক এই অনলাইন কর্মশালা পরিচালিত হয়।

P4D(Platforms for Dialogue)প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত। এই প্রকল্পটির সার্বিক তত্বাবধানে রয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ, সমন্বয় করেছে বৃটিশ কাউন্সিল এবং বাস্তবায়নের দায়িত্ব আছে গণমাধ্যম ইনষ্টিটিউট  ((NIMC) ) ,বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি),বিসিএস এডমিন একাডেমী,জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট  (এনআইএলজি)। P4D  প্রকল্পটির মুল উদ্দেশ্য জনগণকে সম্পৃত্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শত্তিশালী করা ও সরকারি কর্র্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা। এই লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ৫টি কৌশলপত্র :জাতীয় শুদ্ধাচার কৌশল ,তথ্য অধিকার ,সেবা প্রদান প্রতিশ্রুতি,অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে সচেতন করতে পারেন।

২দিনব্যাপী “ সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ ” শীর্ষক অনলাইন কর্মশালায় বান্দরবান জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এই অনলাইন কর্মশালায় যোগ দেন এবং শুদ্ধাচার,শুদ্ধাচার প্রতিষ্টায় সাংবাদিকদের ভূমিকা,তথ্য অধিকার,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি,কী মেসেজ লিখার কৌশল,সিটিজেন চার্টারসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions