জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৪৫:১৬ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৫:১৯:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় জানানো হয়, করোনা ভাইরাসের কারণে রাঙামাটিতে এবার সীমিত আকারে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হবে। দিবসটি উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়া মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তাবক অর্পন ও সরকারি গুরুত্বপুর্ণ দপ্তরে আলোকসজ্জা করা হবে। তবে গণজমায়েত বা র‌্যালী অনুষ্ঠিত হবে না। বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions