রাঙামাটিতে ২৫০ বেড হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৩০:১৮ | আপডেটঃ ০৩ মে, ২০২৪ ০৯:২৮:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যা বেডে উন্নীতকরণে হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

রাঙামাটি সদর হাসপাতালে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও হাসপাতালের আহবায়ক সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়না পাংখোয়া, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি হাসপাতালের আর এমও ডাঃ শওকত আকবর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি ৭১ লক্ষ টাকা ব্যায়ে ১১ তলা বিশিষ্ট এই হাসপাতালটির নিমার্ণ কাজ করছে গণপুর্ত বিভাগ।

বর্তমানে এই হাসপাতালে ৩ তলা ভবন, আন্ডারগ্রাউন্ড পাকিং, ওপিডি, ইর্মাজেন্সি ডক্টরস রুম, অপরেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার ইত্যাদি স্থাপিত হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions