বাঙ্গালহালিয়াতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২১ ০৪:৫৯:৪৬ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৫:৪৫:২৬
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটির  কাপ্তাই জোনের অধীনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের  সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতের নাম উসিমং মারমা (২৪) এসময় তার কাছ থেকে একটি এলজি ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ১০জানুয়ারি রাতে গাইন্দ্যা পাড়ায় ৮জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও উসিমং মারমাকে আটক করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে  ১ টি চাইনিজ পিস্তল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুকসহ  নগদ টাকা টাকা উদ্ধার করে।

তার বাড়ী রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া বলে জানা গেছে। সে দীর্ঘদিন যাবৎ জে এস এস এর রাজনীতির সম্পৃক্ত রয়েছে।  

আটককৃত ব্যাক্তিকে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions