বিলাইছড়িতে নতুন বছরে বই উৎসব পালিত

প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২১ ১০:৪৬:৩৯ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৪:০৪:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রতি বছরের মতো এ বছরও বছরের প্রথম দিনে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এব পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালের বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ  চৌধুরী, বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

শুক্রবার (০১ জানুয়ারি) সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ এর অংশ হিসেবে অন্যান্য জেলা-উপজেলার ন্যয় বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন,  এই শিক্ষার্থীরাই শিক্ষা দীক্ষা ও জ্ঞানের আলোয় আলোতিক করবে প্রিয় মাতৃভুমিকে। দেশকে নিয়ে যাবে সম্মানের স্থানে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার চ্যলেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। খুশীর ঝলক তাদের চোখে মুখে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব এক সময় রূপ নেয় শিশু-কিশোর শিক্ষক আর অভিভাবকদের আনন্দমেলায়। বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে বলে মনে করছেন অভিভাবকরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions