লংগদুতে বন্যহাতির আক্রমণে বসতি ঘর ভাংচুর

প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২০ ০৩:৪৭:১৭ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৫:১৮:১৩
সিএইচটি টুডে ডট কম, লংগদু  (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার ৫নং ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় বন্যহাতির আক্রমণে অন্তত ৬টি বসতঘর ভাংচুর হয়েছে।

গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় একটি বন্যহাতি জনবসতিতে আক্রমণ চালায়। এতে অন্তত ৬টি বসতঘর ভাংচুর করে ক্ষতিগ্রস্থ করেছে।

এলাকার ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পাগলা বন্যহাতি এসে ঘরেবাড়ি ভাংচুর চালিয়ে ঘরে রাখা ধান, চাল খাদ্য দ্রব্য খেয়ে নষ্ট করে। এ সময় লোকজন ঘর থেকে বের হয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্তরা হলেন, শফিকুল ইসলাম, আমীর আলী, বাদশা মিঞা (প্রতিবন্ধী), আল মামুন বাবু (৮নং ওয়ার্ড), হাসান মিয়া, রফিকুল ইসলাম।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions