বড় দিন উপলক্ষে বান্দরবানে কেক কাটাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৩৪:৪৬ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০২:৫৪:৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ অন্ধকারে আলো জ্বালাতে আসবেন প্রভু ষীশু এ ধরাতে ” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বান্দরবানের কালাঘাটা ত্রিপুরা পাড়া যুব সংঘের আয়োজনে বড়দিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কালাঘাটা ত্রিপুরা পাড়ার কারবারী বিশ্বচন্দ্র ত্রিপুরা এর সভাপতিত্বে  এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ফিলিপ ত্রিপুরা,সিভিল সার্জন ডা.অংসুইপ্রু মারমা,বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.অংচালু,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল  ইসলাম চৌধুরী,কালাঘাটা ত্রিপুরা পাড়া যুব সংঘের সভাপতি জুয়েল ত্রিপুরাসহ বান্দরবানের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

এসময় কেক কেটে ও মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মালম্বী নারী-পুরুষ ও শিশুরা নেচে গেয়ে এবং কবিতা আবৃত্তি করে বড়দিনের উৎসব উদযাপন করে।

এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা বলেন, করোনার কারণে এবার আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে উদযাপন করছি এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। এসময় তিনি আরো বলেন,প্রভুর ইচ্ছে হলে আগামী বছর আরো আনন্দময় ও জাঁকজমকভাবে আমরা বড়দিন উদযাপন করবো।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন , আর এই দিনে আমরা পার্বত্য এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র  নৃগোষ্টি এবং বাঙ্গালী সম্প্রদায় একসাথে মিলে এই দিনে আনন্দ ভাগাভাগি করে নেই। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে আজ সকল ধর্মের জনসাধারণ তাদের নিজ নিজ ধর্ম সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপন করতে পারছে আর যতদিন আওয়ামীলীগ সরকার থাকবে ততদিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকল ধর্মের উৎসব সুষ্ঠভাবে উদযাপন করা যাবে।

এসময় অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কালাঘাটা ত্রিপুরা পাড়ায় একটি লাইব্রেরী নির্মাণের আশ্বাস দেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions