আত্নকর্মসংস্থানের জন্য ১০জনকে সেলাই মেশিন দিলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২০ ০৪:৫৩:৪৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:০১:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের বুধবার গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন থেকে সেবা গ্রহণকারীরা এবং অসহায় ও দু:স্থ জনসাধারন তাদের সুখ দু:খের কথা সরাসরি জেলা প্রশাসককে জানানোর সুযোগ পান।

তারই ধারাবাহিকতায় আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ১০জন মহিলাকে আত্নকর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাইমেশিন প্রদান করেন। এছাড়া ৫জন শিক্ষার্থীকে বই এবং ৬জন অসহায় ও দু:স্থ গরীব মানুষকে ওষুধ ক্রয় করে দেন।

জেলা প্রশাসক এসময় জানান, অসহায় ও দু:স্থ মানুষের অভাব অভিযোগ শুনতে এবং তদঅনুযায়ী ব্যবস্থা নিতে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions