রাঙামাটি সদর উপজেলায় রোপা আমন ধানের কর্তন উৎসব অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২০ ০৩:২৯:৩০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:২৬:৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলায় রোপা আমন ধানের কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাপছড়ির ইউনিয়নে অবস্থিত রাঙামাটির কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা খামার বাড়ির প্রশিক্ষণ উইং এর অতিরিক্ত পরিচালক এ বি এম বদরুজ্জামান।

 এ সময় রাঙামাটি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ তপন কুমার পাল, রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা।

এ উৎসবে জানানো হয় এ বছর রাঙামাটি সদর উপজেলায় হেক্টর প্রতি জমিতে ৪.৩৭ মেট্রিক টন ধানের ফলন হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions