জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাক্তিকে সরঞ্জামাদি বিতরণ

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২০ ০৪:৩০:৩৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:১২:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ১৫ নভেম্বর (রোববার) সকালে পরিষদের এনেক্স ভবনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সরঞ্জামাদি বিতরণ করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য সান্তনা চাকমা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিতরণকৃত সেলাইমেশিনগুলি সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে ব্যবহার এবং উপস্থিত সকলকে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলার জন্য সরকারের ঘোষিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে ৪০জন বেকার  মহিলাদের মধ্যে ৪০টি সেলাই মেশিন, বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিতে ১সেট কম্পিউটার, ইয়ং স্পোর্টিং ক্লাবকে ১টি স্ট্যান্ড ফ্যান এবং মসজিদের জন্য ষ্টীল খাটিয়া ও মশারী বিতরণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions