বান্দরবানে নানা আয়োজনে শেষ হলো বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারনা পূর্ণিমা উৎসব

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২০ ০৫:০৭:২৬ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:২৮:০৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। স্বাস্থ্যবিধি মেনে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্নিমা ।

শনিবার সকালে বিহারে বিহারে প্রার্থনা,বুদ্ধমূর্তি স্মান,হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। আর পরে রাতে ফানুস উড়ানে ও মহারথ টানা, পিঠা তৈরিসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্টানের মধ্য দিয়ে চলে এই প্রবারণা উৎসবের।
 
এসময় ফানুস ওড়ানো উৎসবকে ঘিরে হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে জেলা শহর। রঙিন ফানুস বাতির রঙিন আলোয় মুখর ওঠে পাহাড়ের আকাশ। ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহনে ফানুস ওড়ানো, হাজার বাতি প্রজ্জ্বলন এবং রথ টানায় এক আনন্দঘন উৎসবে পরিণত হয় পুরো বান্দরবান জেলা।

এদিকে রোববার মধ্যরাতে সকল আনুষ্টানিকতা শেষে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীরা তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘটায়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions