রাঙামাটিতে ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২০ ১১:৫০:০৪ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৯:৫৭:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় অস্থায়ী কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলায় অবস্থানরত বিশ্ববিদ্যালয় ও কলেজের সিনিয়র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সিনিয়র নেতৃবৃন্দগণ।

এসময় মতবিনময় সভায় পিসিএনপি রাঙামাটি জেলার ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-অর্থ সম্পাদক মোঃ আতাউর, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আল হাসানসহ রাঙামাটি সরকারি কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিনিয়র ছাত্ররা।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, শ্রেনীভেদ নয়, অধিকার সবার। রাষ্ট্রের সমান সুযোগ পেতে দিন দেশের সব নাগরিকদের। পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অগ্রাধিকার পাচ্ছে আমরা তাদের প্রতিপক্ষ নই, কিন্তু বাঙালীদেরও অধিকার দেয়া হউক, অধিকার সবার, রাষ্ট্র হউক সকলের। পাহাড়ে বাঙালী ছাত্রছাত্রী বলে অবহেলার কোন সুযোগ নেই রাষ্ট্রের। পাহাড়ে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে সকল নাগরিককে আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন, পাহাড়ে আজ বাঙালী ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা যেভাবে সরকারি বেসরকারি ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে বাঙালী ছাত্র-ছাত্রীরা তা পাচ্ছে না। তাই পাহাড়ের বাঙালী ছাত্র-ছাত্রীদের সকল ক্ষেত্রে সম-অধিকার দিতে হবে। সরকারের বিশেষ নজর দিতে হবে পাহাড়ে বাঙালী সহ পিছিয়ে পড়া সকল সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা যাতে নিতে পারে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করে সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions