নারীর প্রতি সহিংসতা রোধে আত্নরক্ষা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২০ ০৭:০৬:০৮ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৫:০১:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নারীর প্রতি সহিংসতা রোধে ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আত্নরক্ষা বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বেলা ৩টায় রাঙামাটি শহরের জিমনিসিয়াম মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন বুনন এর আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

স্বপ্ন বুনন প্রধান সমন্বয়ক এর নাজিমুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হোসনে আরা বেগম, রাঙামাটি প্রতিবন্ধী ও পুর্নবাসন স্কুলের পরিচালক নুরুল আবছার ও স্বপ্ন বুনন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর তালুকদার মুন্না। এছাড়া প্রশিক্ষক আবদুল মান্নান রানা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা মূলক ধর্ষণ বিরোধী প্রশিক্ষণ, আত্নরক্ষা প্রশিক্ষণ  ও ব্যাসিক ক্যারাতে প্রশিক্ষণ দেয়া হবে। ৩দিনব্যাপী প্রশিক্ষণে  ৫০জন অংশ নিচ্ছে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions