খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিতদের পাশে ‘চারুলতা’

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২০ ০৪:১১:৫১ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৩:৫৭:০৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন জামা কাপড়, শিক্ষা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের সামাজিক সংগঠন চারুলতা।

শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে খাগড়াছড়ি সদরের চম্পাঘাট শিশু সদন ও দীঘিনালার নয়মাইল বিয়ারিং অনাথ অশ্রামের ৬০ জন শিশু ও কিশোর-কিশোরীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠকরা জানান, চারুলতা একটি অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন। দুর্গোৎসবে পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মুখে হাসি ফুটাতে তাদের এমন উদ্যোগ। অতীতের মতো ভবিষ্যতেও যেকোন উৎসব পার্বণে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান সংগঠকরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions