সেনাবাহিনীতে লব্ধ প্রশিক্ষণ ও জ্ঞান দেশ জাতির প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান চট্টগ্রাম জিওসি’র

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২০ ০৫:১০:০৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  সেনাবাহিনীতে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান, দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান  জানিয়েছেন,চট্টগ্রাম ২০৪ পদাতিক ডিভিশনের কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

তিনি আজ   বৃহস্পতিবার  সকাল ১১টায় খাগড়াছড়ির দীঘিনালার মাইনী  ফরমেশন এ্যাডহক রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও  কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশিক্ষিত নবীন সৈনিকদের প্রতি  আহবান জানিয়ে তিনি আরো বলেন,দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবীন সদস্যদের শপথ বাক্য পাঠ করান  ফরমেশন এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে.কর্ণেল মো.মেহেদী হাসান চৌধুরী।  করোনাকালে বিশেষ সর্তকর্তায় ৯ মাসের  প্রশিক্ষণ শেষে ৯শ ৫৯জন নবীন সদস্য সৈনিক হিসেবে পদাতিক ডিভিশনে যোগ দেয় । ৯ মাসের প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরষ্কার লাভ করেন সৈনিক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান,  ২৪ পদাতিক ডিভিশনের ষ্টাফ  অফিসার কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের  প্রধান প্রশিক্ষক লেঃকর্ণেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসিসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions