রাঙামাটিতে একযোগে ৩০টি কিশোরী ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২০ ০৮:৪১:৫৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:০৮:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ”প্রোগ্রেসিভ” সংস্থা কর্র্র্তৃক বাস্তবায়নাধীন ”আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ”নামক প্রকল্পের অধীনে আজ ১লা অক্টোবর বৃহস্পতিবার একযোগে রাঙামাটি জেলার রাঙামাটি সদর উপজেলা এবং জুড়াছড়িতে ৩০টি কিশোরী ক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

রাঙামাটি শহরের বোধিপুরে অবস্থিত কিশোরী ক্লাবটির শুভ উদ্বোধন করেন  প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা এন্টীনা চাকমা, ফ্যাসিলিটেটর মল্লিকা চাকমা, কিশোরী ক্লাবের মেন্টর রূপালী চাকমা এবং কিশোরী ক্লাবের কিশোরী সদস্যরা।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন সংস্থা সিমাভি এবং জাতীয় উন্নয়ন সংস্থা বিএনপিএস’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ৫ বছর মেয়াদি প্রকল্পটি মূলত ১০ বছর বয়সী কিশোরী থেকে ২৫ বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে কাজ করবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions