খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২০ ০৪:৫১:২৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৮:০৪:০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশে আজকের তিথিতে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হলেও ভিন্নতা পার্বত্য জেলা খাগড়াছড়ির বিহার গুলোতে। চন্দ্র গণনার কারণে প্রতি তিন বছর অন্তর অন্তর একদিন বাড়ায় এ বছর এ ভিন্নতা বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহার চলে সমবেত প্রার্থনা। নানা বয়সী নর-নারী ও শিশুদের আগমনে উৎসবমুখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ গুলো। মধু ও নানান ফুল ফল দিয়ে বুদ্ধ পূজার পাশাপাশি চলে শীল গ্রহণ। 

সকল অশুভ শক্তি ও করোনা মহামারী যেন পৃথিবী থেকে দূর হয়ে যায় সে প্রার্থনা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের।
আগামী ৩০ অক্টোবর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হবে ভিক্ষু সংঘের তিন মাস ব্যাপী বর্ষাব্রত। এরপর থেকে চলবে মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।

খাগড়াছড়ির কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞান লোক ভিক্ষু বলেন, চন্দ্র গণনার পঞ্জিকায় মঘাব্দ(মারমা সাল) অনুসারে প্রতি তিন বছর অন্তর অন্তর একদিন বৃদ্ধি পায়। যার কারণে আজকের তিথিতে শুভ মধু পূর্ণিমা হওয়ায় আগামী ৩০ অক্টোবর খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions