প্রধানমন্ত্রীর জন্মদিনে রাঙামাটি জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:২০:৫৩ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৬:১৭:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে দেশের যোগ্য হাতিয়ার হিসাবে নিজেকে গড়ে তুলতে আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, প্রতিটি ছাত্র ছাত্রীকে দেশের তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজেকে যেমন তৈরী করতে হবে তেমনি দেশের ক্রান্তি লগ্নে ছাত্রলীগের প্রতিটি ছাত্র ছাত্রী যেন হাতিয়ার হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন,  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর মতো মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন।

রাঙামাটি সরকারী কলেজে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মাঈনউদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ অন্যান্য  নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions