বান্দরবানে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:১৪:৪০ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০৬:২২:৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল এবং শহীদ মিনারে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন।

পরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে  বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলাতে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়।

বিকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ সমাবেশের আয়োজন করা হয়েছে।
 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions