খাগড়াছড়িতে নারীকে গণধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২১:৪৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১১:২৫:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাগড়াছড়ি জেলা সদরের বলপিয়ে আদামে পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে হফম্মিলিত ছাত্র ও সামাজিক বিভিন্ন সংগঠন।

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে সংগঠনগুলো। এসময় বক্তারা  অভিযোগ করেন পাহাড়ে বিচারহীনতা সংস্কৃতির কারণে তিন পার্বত্য জেলা ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে অপরাধীরা বার বার এসব কর্মকান্ড ঘটানোর সাহস পাচ্ছে। কেবল পাহাড়ে নয় সারাদেশে নারীর উপর নির্যাতন ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে তারা অভিযোগ করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারী অধিকার কর্মী নিরুপা দেওয়ান, এড সুস্মিতা চাকমা, ছাত্র নেতা বিটন চাকমাসহ অনেকে।

প্রসঙ্গত গত বুধবার রাতে খাগড়াছড়ি শহরের বলপিয়ে আদাম এলাকায় একদল দুর্বৃত্ত  একটি বাড়িতে লুটপাট চালানোর পর বাড়িতে থাকা এক নারীকে গণধর্ষণ করে। এ ঘটনায় খাগড়াছড়ি থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions