সাংবাদিকদের উপর নিপীড়ন বন্ধ ও সময় টিভির সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৫০:৫৩ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:৪৪:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে সাংবাদিকদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ ও কক্সবাজারে সময় টিভির প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।

রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, বিগত সময়ের সাংবাদিক নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করা হচ্ছে। এতে দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। সাংবাদিক নির্যাতনের ঘটনা দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে সাংবাদিক নেতারা অবিলম্বে সুজাউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীর পাশাপাশি দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান।

প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ সাংবাদিকবৃন্দ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions