পাকুয়াখালী ট্রাজেডিতে নিহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তি দাবি

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৩৬:০৫ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৮:১৯:৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবিতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে শোক র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোক র‌্যালী শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকা-ের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে বৈঠকে ডেকে ৩৫ কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তিবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions