কাপ্তাইয়ে কিশোরী উদ্ধার

প্রকাশঃ ০৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫১:০৫ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৩:০১:৪৫
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে আগন্তুক অপরিণত বুদ্ধি সম্পন্ন ১৪ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক আচরণ করলে পরে তাকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন সেইভ হোমে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগন্তুক কিশোরীর নাম শাহানা আক্তার (১৪)। সে চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. জয়নাল আবেদীনের মেয়ে বলে জানায় প্রশাসন।

কাপ্তাই ইউনিয়নের দফাদার মো. জাকির হোসেন জানান, কাপ্তাইয়ের নতুন বাজার, কাপ্তাই উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে রহস্যজনক আচরণ করায় কিশোরী শাহানা আক্তারের সঙ্গে কথা বলে তাকে অপরিণত বুদ্ধি সম্পন্ন মনে হলে স্থানীয়রা তাকে কাপ্তাই ইউনিয়নে নিয়ে আসে। পরে আমি সহ স্থানীয়রা তাকে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহানা নামের ওই কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে থানায় আনলে পরে তাকে উপজেলা প্রশাসনের নিকট পাঠানো হয়।

কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে বাস যোগে কাপ্তাইয়ে আসা শাহানা আক্তার (১৪)’র আচরণ অপরিণত বুদ্ধি সম্পন্ন মনে হলে প্রশাসনকে জানায় স্থানীয়রা। কাপ্তাই থানা পুলিশ শাহানাকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনলে তার আচরণের সিংহভাগই এ্যাভনরমাল পরিলক্ষিত হয়। পরে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শাহানাকে সেইভ হোমে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

আগন্তুক কিশোরী জানায়, চট্টগ্রামের ২ নাম্বার গেইট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন ও মোছাম্মৎ ফাতেমা বেগমের মেয়ে শাহানা। তার ভাই একই এলাকার মৎস্য ব্যবসায়ী মো. সুমন। বোনের নাম সানু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় আগন্তুক কিশোরীকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সেইভ হোমে প্রেরণের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। তার আচরণের অনেকটাই অস্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। তবে এ প্রসঙ্গে ডাক্তারই ভালো বলতে পারবে। আগামীকাল সকালে উদ্ধারকৃত কিশোরীকে চট্টগ্রামের হাটহাজরীর ফরহাদাবাদের শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূনর্বসান কেন্দ্রতে প্রেরণ করা হবে। কিশোরীর স্বজনদের সঙ্গে নানা ভাবে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি এখনো।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions