রাঙামাটিতে নতুন করে ৬জনসহ মোট আক্রান্ত ৭৬৭জন, সুস্থ্য ৬৬৭জন

প্রকাশঃ ১৯ অগাস্ট, ২০২০ ১১:৫১:১৫ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ১১:২৬:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির পিসিআর ল্যাবে আজ ২৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এরমধ্যে ৬ জনের পজেটিভ আসে এনিয়ে রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৭জনে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল। 

নতুন শনাক্তদের মধ্যে ৫জন রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের ১জন বাসিন্দা।

তারিখ অনুযায়ী রাঙামাটি জেলায় ৬ মে শিশু ও নার্সসহ ৪ জন, ১২ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের  ১জন নার্স , ১৩ মে চিকিৎসক নার্সসহ ৯ জন, ১৪ মে নারায়ণগঞ্জ ফেরত স্বামী স্ত্রীসহ  ১১ জন, ১৬ মে ১জন নার্স, ১৯ মে একদিনে ১৭ জন, ২২ মে ৩জন, ২৩ মে ২জন, ২৪ মে দু‘দফায় ৭ জন, ২৫ মে লংগদুতে ১জন, ২৮ মে রাঙামাটি ও কাপ্তাইয়ে ২জন, ৩১ মে লংগদু ও কাউখালীতে ২জন, এবং ২র জুন কাপ্তাইয়ে ৭জন এবং ৪জুন কাপ্তাইয়ে ১জন এবং ৫ জুন রাঙামাটি শহরে ১জন, ৭জুন বাঘাইছড়িতে ১জন এবং ৮জুন রাঙামাটিতে ৭জন, ৯জুন ৪জন এবং ১৩জুন ২২জন এবং ১৪ জুন ১জন বাঘাইছড়ি এবং আজ ১৬ জুন ১৬ জন এবং ১৭জুন ৭জন, ১৮ জুন ১৮জন, ২০ জুন ৯ জন, ২১ জুন ২৭জন এবং ২২জুন ২৫ জন,২৩ জুন ১জন, ২৪ জুন ২জন, ২৫ জুন ১জন এবং ২৬ জুন ১১জন, ২৭ জুন ৮জন এবং ২৮ জুন ২৫ জন, ৩০ জুন ১২ জন, ১লা জুলাই ৩১জনের ২ জুলাই ২জন এবং ৩জুলাই ২জন, ৪ জুলাই ১৭ এবং ৫জুলাই ২২জন, ৭ জুলাই ৭জন এবং ৮ জুলাই ৪জন, ৯ জুলাই ২২জন, ১১ জুলাই ২৪ জন, ১৩ জুলাই ৯জন এবং  ১৫ জুলাই ১৮জন, ১৭ জুলাই ২৬জন ১৯ জুলাই ১৬ জন এবং ২১ জুলাই ৩২জন, এবং ২৩ জুলাই ৩৩জন এবং ২৫ জুলাই ১৪জন এবং ২৭ জুলাই ১১জন এবং ২৯ জুলাই ১৮জন, ৩১ জুলাই ৩১জন, ২ আগষ্ট ৬জন এবং আজ ৪ আগষ্ট ২০জন এবং ৯ আগষ্ট ১৫জন এবং ১০ আগষ্ট ৮জন.  ১২ আগষ্ট ১৪জন, ১৩ আগষ্ট ১৩জন, ১৫ আগষ্ট ১২জন, ১৬ আগষ্ট ৯জন, ১৭ আগষ্ট ৮জন এবং ১৯ আগষ্ট ৬জনের পজেটিভ আসে।

এই নিয়ে মোট আক্রান্ত ৭৬৭জন। সুস্থ্য হয়েছেন ৬৬৭জন। মৃত্যুবরণ করেছেন ১০জন।



উপজেলাওয়ারী মোট আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরে আক্রান্ত ৫৩০জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫২জন,  লংগদুতে ২১জনের মধ্যে ১১জন সুস্থ্য,  জুরাছড়িতে ২৩ জনের মধ্যে ২৩জনই সুস্থ্য আছেন, বিলাইছড়ির ১৩ জনের মধ্যে ১৩জনই সুস্থ্য, রাজস্থলীতে আক্রান্ত ১১জনের মধ্যে ১১জন সুস্থ্য, কাপ্তাইয়ে আক্রান্ত ১১৩জনের মধ্যে ১০১জন সুস্থ্য, কাউখালীতে ৩১জনের মধ্যে ২৭জন সুস্থ্য, নানিয়াচরে ১০জনের মধ্যে ৯জন সুস্থ্য এবং বাঘাইছড়িতে ১৬ জনের মধ্যে ১৫জন সুস্থ্য এবং বরকলে ৫জনের মধ্যে ৫জনই সুস্থ্য হয়েছেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions