মুজিববর্ষ উপলক্ষে জুরাছড়িতে আঞ্চলিক পরিষদের উদ্যোগে চারা বিতরণ

প্রকাশঃ ১৯ অগাস্ট, ২০২০ ১১:৩০:১১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:২৮:৫১
সিএইচটি টুডে ডট কম,  জুরাছড়ি (রাঙামাটি)। ‘‘মুজিব বর্ষের আহ্বান, প্রত্যেকে তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে জুরাছড়ি উপজেলায় বনজ ও ফলজ চারা বিতরণ ও রোপন করা হয়েছে। পার্বত্য আঞ্চলিক পরিষদের উদ্যোগে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে সংশ্লিষ্ট্য চেয়ারম্যান ও সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের ফটকে এসব চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এ সময় ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিনী কুমার কাব্বারী, দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা প্রমূখ।

এ সময় ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে কমপক্ষে তিনটি করে ফলজ, ঔষধি চারা রোপন জরুরী।  

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, পার্বত্য এলাকায় ক্রমন্যয়ে বন উজার হয়ে যাচ্ছে,ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক ভয়াবহ দুর্যোগ। এই দুর্যোগ থেকে রক্ষা ও পারিবারিক পুষ্টি, অর্থনৈতিক পরিবর্তনে ফলজ ও বনজ বাগন সৃষ্টি করতে হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions