আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২০ ১১:৪৭:১২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:১৯:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বান্দরবানে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  হয়েছে ।
 
১২ আগস্ট (বুধবার ) বিকেলে বান্দরবানের লাইমিপাড়া জুনিয়র হাইস্কুল প্রাঙ্গনে সিমাভি,বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ও বান্দরবান অনন্যা কল্যাণ সংগঠন (একেএস),গ্রাউস ও তহজিংডং এর বাস্তবায়নে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  হয়।

এসময় কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচে “ আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ ” এই প্রকল্পের আওতাভুক্ত লাইমীপাড়া কিশোরী ক্লাবের সদ্যস্যরা কমলা দল আর নীল দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচে অংশ নেন। এসময় ফুটবল ম্যাচে নীল দল ১-০গোলে কমলা দলকে পরাজিত করে।

ম্যাচ শেষে পুরস্কার প্রদানের আগে বক্তব্য দিতে গিয়ে বান্দরবান অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী বলেন,আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বান্দরবানে কিশোরীদের এই  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে,এই ধরণের আয়োজনের মধ্য দিয়ে কিশোরীদের স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন ঘটবে এবং তারা আগামী দিনে আরো সুন্দরভাবে পথ চলতে পারবে। এসময় নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী আরো বলেন,আমাদের যুব সমাজের প্রতি লক্ষ্য রাখতে হবে ,পাশাপাশি কিশোর-কিশোরীদের বেড়ে উঠার পথে তাদের সঠিক পরামর্শ ও সহায়তা প্রদান করতে হবে যাতে তারা আগামী দিনে দেশের কান্ডারী হিসেবে কাজ করতে পারে।  

প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নু প্রু চিং মার্মা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইমি পাড়ার পাড়া প্রধান(কারবারী) হাওলিয়ান বম,বান্দরবান অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রকল্প সমন্ধয়কারী ম্যামিসিং মার্মা,গ্রাউস এর প্রকল্প সমন্বয়কারী সবুজ চাকমা,বিএনপিএস এর মাস্টার ট্রেইনার সুমিত বণিক, তহজিংডং এর প্রকল্প সমন্ধয়কারী রমেশ চন্দ্র তংচঙ্গ্যাসহ লাইমীপাড়ার স্থানীয় জনসাধারণ।

প্রীতি ফুটবল ম্যাচ শেষে রার্নাস আপ ও বিজয়ী দলের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিগণ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions