রাঙামাটিতে মসজিদে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২০ ১০:৫৯:১২ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১২:১২:০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার জামাত  অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের প্রধান ৩টি মসজিদ ছাড়াও এলাকা ভিত্তিক মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত কালেক্টর জামে মসজিদ, তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ ও রিজার্ভবাজার জামে মসজিদের অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ও ৯টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামায শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

ঈদ জামাতে যেন মুসল্লিদের কোন সমস্যা না হয় এর জন্য  পৌরসভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদের জামাতের জন্য নির্বাচিত স্থানে মুসল্লিদের অজু করার জন্য পানি ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। ঈদের নামাযের পর মহান আল্লাহর সন্তুটি লাভের আশায় পশু কুরবানি দেয়া হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions