লংগদুতে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২০ ০৬:৩৮:১৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৩১:০৪
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে "মুজিব বর্ষের আহবানে লাগাই গাছ, বাড়াই বন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর আওয়াতায়  লংগদু  উপজেলায়  প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
বৃহষ্পতিবার (১৬জুলাই), সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে লংগদু  উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার  বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, বিভিন্ন  ইউপি চেয়ারম্যানগণ,  পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ উল্টাছড়ি রেঞ্জের  কর্মকর্তা নির্মল কুমার  কুন্ডু,  সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এউপলক্ষে বন বিভাগ ও উপজেলা প্রশাসন বিভিন্ন অফিস ও  শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা প্রদান করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions