রাজগুরু বৌদ্ধ বিহারের নবনিযুক্ত বিহার অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের আর নেই

প্রকাশঃ ১১ জুলাই, ২০২০ ০৬:১১:৫১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:১৫:০৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষ   উ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের শনিবার (১১ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।

জানা গেছে, গত ৫ই জুলাই বান্দরবানের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়। তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চ রক্তচাপ,ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন। এদিকে শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয় এবং শনিবার সকালে তিনি পরলোক গমন করেন।

বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার কমিটির সদস্য সচিব কে এস মং মারমা জানান, ১১ জুলাই (শনিবার) দুপুরে রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের এর মরদেহ চট্টগ্রাম থেকে বান্দরবান আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮শে মে রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষ হিসেবে উ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের দায়িত্ব  গ্রহণ করেন আর দেড় মাস দায়িত্ব পালন করা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরলোক গমন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions