স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের 'দূরবন্ধন'

প্রকাশঃ ২৮ জুন, ২০২০ ০৬:১৪:২৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৮:২৪:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত   দূরবন্ধন কর্মসূচি সংগঠনটি এ দাবি জানায়।

এসময় ছাত্রজোটের নেতারা স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনাসমূহ নিরসন, বিনামূল্যে করোনা চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, জেলায় জেলায় আই.সি.ইউ ও পিসিআর ল্যাব স্থাপন, স্বাস্থ্যখাতে লুটপাট বন্ধের দাবিও জানিয়েছেন।

দেশজুড়ে সংগঠনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 'নিরাপদ শারীরিক দূরত্ব' বজায় রেখে এ দূরবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রজোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথের  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সুজন বড়ুয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অয়ন চক্রবর্তী। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া।

সমাবেশে বক্তারা বলেন, পুরো দুনিয়া আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ জনগণের মৌলিক অধিকার, অথচ এই মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয়েছে সরকার। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করলে বাক স্বাধীনতাহরণকারী বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ এ মামলা করা হচ্ছে।

সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions