কাপ্তাইয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিলো সেনা জোন

প্রকাশঃ ১৬ মে, ২০২০ ০৬:৩৮:২৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৫:৪৪:৩৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই সেনা জোন ২৩ ইস্ট বেঙ্গল  ডেয়ারিং টাইগার্সের উদ্যোগে শতাধিক অসহায়, দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ই মে) দুপুরে কাপ্তাইয়ের প্রজেক্ট এলাকাস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। হতদরিদ্রদের হাতে এ ত্রাণ তুলে দেন মেজর মোহাম্মদ মনজুর।

এসময় চাউল, ডাল, তৈল, আটা, লবন, সুজি, বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করেন সেনাবাহিনী।

করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে কাপ্তাই জোনের মেজর মোহাম্মদ মনজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সাধারণ মানুষকে সচেতন করতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।

শতাধিক পরিবারে ত্রাণ প্রদান করা হয় জানিয়ে তিনি আরও বলেন, দুস্থ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সহ কয়েক প্রকার মানুষ রয়েছে যারা তাদের কষ্টের কথা কাউকে ভাগ করতে পারেনা। এমন মানুষের কথা মাথায় রেখে আমরা তালিকা তৈরী করে ত্রাণ পৌছে দিচ্ছি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions