ভারি বর্ষণে বান্দরবানের নিম্মাঞ্চল প্লাবিত,বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশঃ ১২ জুন, ২০১৮ ০৪:৫৩:১০ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১০:৩৬:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে কয়েকদিনের বৃষ্টিতে নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারনে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।

গত দুই দিনের টানা বর্ষনের কারনে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার সকালে বান্দরবানের পলুপাড়া ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহনসহ যাত্রীরা।

এদিকে নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসন মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।

সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হওয়ায় নৌ পথে ভ্রমন ঝুঁকিপূর্ন হওয়ার কারনে জেলার থানচি উপজেলার রেমাক্রি, তিন্দু, নাফাকুম, বড় মদক ও ছোট মদকে পর্যটক যাতায়ত বন্ধ আছে।

প্রসঙ্গত, প্রতিবছর বান্দরবান জেলায় বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions