এবার শিশুটির বাবা আক্রান্ত

প্রকাশঃ ১৪ মে, ২০২০ ০২:১৩:১৩ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৬:৩৪:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে গত ৬ মে প্রথমবারের মত নার্স শিশুসহ আক্রান্ত ৪ জনের মধ্যে শিশুটির বাবার করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে আসে এই রিপোর্ট।

বিষয়টি  নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কর্মকর্তা ডা: মোস্তফা কামাল ।

শিশুটির বাসা রিজার্ভবাজারের ১ নং পাথরঘাটা, শিশুটির রিপোট গত ৬ মে পজেটিভ আসার পর ৭ মে তার বাবা মা ও স্বজনদের নমুনা সংগ্রহ করা হয় আজ বৃহস্পতিবার রাতে তাদের রিপোট আসে। শিশুটির বাবা বিভিন্ন কাজে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করেছিলেন।
এনিয়ে রাঙামাটি জেলায় এক সপ্তাহের ব্যবধানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ এ।

রাঙামাটি জেলায় ৬ মে শিশু ও নার্সসহ ৪ জন, ১২ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের  ১জন , ১৩ মে চিকিৎসক নার্সসহ ৯ জন এবং আজ ১৪ মে নারায়ণগঞ্জ ফেরত স্বামী স্ত্রীসহ  ১১ জন আক্রান্ত হয়েছে।

রাঙামাটি জেলা থেকে এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে  ৫১১জনের রিপোর্ট এসেছে ৫০২ জনের এর মধ্যে ২৫জন আক্রান্ত হলো।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions