রাঙামাটির রিজার্ভমুখ এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল সাধারন সম্পাদকের ত্রাণ বিতরণ

প্রকাশঃ ১৪ মে, ২০২০ ১২:১৩:০৪ | আপডেটঃ ১৬ মে, ২০২৪ ০৪:০৯:২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ দলীয় নেতৃবৃন্দ।

আজ দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানিয়ে ত্রাণ সামগ্রী দেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এসময় তার সাথে জেলা ছাত্রদলের সভাপতি ও  চট্টগ্রাম বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক  ফারুক আহমেদ সাব্বির ,রাঙামাটি জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুংগু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন , নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও  নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ,  ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক সুমন যুবনেতা খোরশেদ ছাত্রনেতা বশির আজম, জাসাস নেতা শহীদুল ইসলাম ভুট্টো, যুবদলের সহ দপ্তর সম্পাদক  জাহাঙ্গীর আলমসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, পেঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার ও আধা কেজি ডাল।

প্রসঙ্গত: গত ৯ মে শহরের রিজার্ভ বাজারের রিজার্ভমুখ এলাকায় সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের ভাড়াটিয়াদের বাসায় আগুন লেগে ঘরগুলো পুড়ে যায়, এসময় ১৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions