রাঙামাটি জেলা প্রশাসনকে ৫শ ব্যাগ ত্রাণ দিয়েছে আশা

প্রকাশঃ ১১ মে, ২০২০ ০৫:৪২:০৫ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০২:৪২:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসনের কাছে ৫শ ব্যাগ ত্রান হস্তান্তর করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদের হাতে এ ত্রাণ বিতরণ করেন আশা রাঙামাটি কার্যালয়ের কর্মকর্তারা। করোনা দুর্যোগ মোকাবেলার জন্য অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য এসব ত্রান বিতরণ করে আশা।

ত্রানের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আশা রাঙামাটি কার্যালয়ের এরিয়া ম্যানেজার তপন চাকমা, সিনিয়র শাখা ব্যবস্থাপক শ্রীনাল বড়–য়া, শাখা ম্যানেজার মাশফিুকুর রহমান। আশা কর্মকর্তারা জানান, করোনা দুর্যোগ মোকাবেলার জন্য সারা দেশে আশা মোট ১২ কোটি টাকার ত্রান সহায়তা দিচ্ছে আশা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions