ওয়াগ্গায় ১৬০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে ইউনিয়ন বিএনপি

প্রকাশঃ ১১ মে, ২০২০ ০৫:৩৮:৩৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:০০:০৬
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই  (রাঙামাটি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ১’শ ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১১মে) শিলছড়ি ওয়াপদা কলোনী মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। এ সময় ত্রাণ সহায়তা হিসেবে চাউল, তৈল, পিয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন, ওয়াগ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি চিত্তরঞ্জন তনচংগ্যা, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ইতিপূর্বে কাপ্তাই ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৭০০ পরিবার এবং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে প্রথম ধপায় ৩০ পরিবারকে সহায়তা করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions