রাঙামাটির করোনা আক্রান্তদের দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ, তৃতীয় দফায় নমুনা পাঠানো হয়েছে

প্রকাশঃ ১১ মে, ২০২০ ০৩:৫৭:২৭ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:৫০:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলায় করোনায় আক্রান্ত ৪জনের দ্বিতীয় দফা রিপোর্টে নেগেটিভ এসেছে, তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

রাঙামাটির সিভিল সার্জন অফিসে করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল জানান, গতকাল সকালে ২জনের, আজকে দুপুরে শিশুসহ বাকি ২জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তৃতীয় দফায় তাদের নমুনা পাঠানো হয়েছে যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে আমরা তাদের করোনামুক্ত বলতে পারব।

প্রসঙ্গত: গত ৬ মে রাঙামাটিতে প্রথমবারের ৪জন করোনা আক্রান্ত হয়, আক্রান্তদের মধ্যে ৯ মাসের শিশু, একজন নার্স রয়েছে। আক্রান্তদের একজন রিজার্ভ বাজার, একজন দেবাশীষ নগর এবং দুইজন সদর হাসপাতাল এলাকার । গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ পাঠানো হলে রিপোর্ট আসে ৬ মে, এরপর তাদের বাসাসহ আশপাশের এলাকা লক ডাউন করে প্রশাসন। এরপর দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রিপোট আসে ১০ ও ১১ এপ্রিল।

রাঙামাটিতে এই পর্যন্ত ৪৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এসেছে ৩০১ জনের, বাকিদের রিপোর্ট অপেক্ষামান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions