রাঙামাটির কারাগার থেকে এক আসামীর মুক্তি

প্রকাশঃ ১০ মে, ২০২০ ১২:০৬:১৪ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ০১:৩১:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস আতংকে সারাদেশে কিছু সংখ্যক বন্দীর দন্ড মওকুফ করে মুক্তি দেয়ার অংশ হিসেবে রাঙামাটি জেলা কারাগার থেকে রোববার দুপুরে এক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। তার বাড়ী কাপ্তাইয়ে সে মাদক মামলার আসামী ছিল।

রাঙামাটি জেলা কারাগারের তত্বাবধায়ক মতিয়ার রহমান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে রাঙামাটি থেকে কম সাজা প্রাপ্ত তিনজন বন্দীকে মুক্তি দেয়ার জন্য সুপারিশ পাঠানো হয়েছিল এর মধ্যে মন্ত্রনালয় ১ জন বন্দীকে  মুক্তি দেয়ার নির্দেশ দেয়।

সেই নির্দেশনা অনুযায়ী  মাদক মামলায় ১বছরের সাজা প্রাপ্ত আসামী মো: শাহ জালালকে (৩৬) মুক্তি দেয়া হয়েছে,  তার বাড়ী রাঙামাটির কাপ্তাই উপজেলায়। মুক্তিপ্রাপ্ত ব্যাক্তি ২ মাস ১০দিন সাজা ভোগ করেছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions