রিজার্ভ মুখ এলাকার আগুনে পুড়ে গেছে ১৪টি ঘর, জেলা প্রশাসনের সহায়তা প্রদান

প্রকাশঃ ০৯ মে, ২০২০ ০৭:২৯:১৩ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০২:০৭:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাঙামাটির ফায়ার ষ্টেশনের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে  রিজার্ভ মুখ রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের মধ্যে রয়েছে ১৫কেজি চাউল,৬কেজি আলু,৩কেজি ডাল ও ১লিটার সোয়াবিন তৈল। ১৪ পরিবারকে ৩ হাজার করে মোট ৪২হাজার টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক।

এছাড়া রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান ঘটনাস্থল পরিদর্শন করেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions