মানসিক ভারসাম্যহীন শাহনাজ পারভীন দুই বছর পর বাড়ি ফিরছে

প্রকাশঃ ০৪ মে, ২০২০ ১১:৫৯:০৭ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ১১:২৪:২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দীর্ঘ ২ বছর পর বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথ প্রচেষ্টায় নিজের স্বজনদের কাছে ফিরে যাচ্ছে মানসিক ভারসাম্যহীন শাহনাজ পারভীন। সোমবার বিকেলে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্য লাইন থেকে শাহনাজ পারভীনকে তুলে এনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

এরপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রামগড় ইউনিটের সহযোগীতায় কুড়িগ্রাম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিজিবি’র গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জিএসএম সেলিম হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আগামীকাল মঙ্গলবার কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট স্বজনদের কাছে শাহনাজ পারভীনকে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল মানসিক ভারসাম্যহীন শাহনাজ পারভীনকে অবৈধভাবে রামগড়ের ফেনী নদী দিয়ে বাংলাদেশ-ভারতের শুন্য রেখায় পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়া হয়। গণমাধ্যমে সংবাদ ও বিজিবি’র প্রচারণা দেখে গত ২০ এপ্রিল কুড়িগ্রামের উলিপুর হাতেম আলী শাহনাজকে মেয়ে দাবি করার পর শুরু হয় তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা। ২ বছর আগে কুড়িগ্রাম থেকে নিখোঁজ হয়েছিল শাহনাজ পারভীন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions