ধর্মীয় গুরু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে গুইমারা রিজিয়ন

প্রকাশঃ ০১ মে, ২০২০ ০৭:১৪:৫৮ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৪:৪৭:৫০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আজও খাগড়াছড়িতে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এর সার্বিক নির্দেশনায় শুক্রবার সকাল থেকে  গুইমারা রিজিয়নের উদ্যোগে গুইমারা, রামগড়সহ বিভিন্ন উপজেলা ত্রাণ বিতরণ করা হয়।

গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম-মুয়াজ্জিন, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিতসহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জিওসি’র উপহার সামগ্রী বিতরণ করেন।
পবিত্র মাহে রমজানের এ সময়েও পাহাড়ী পথ পাড়ি দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়ন, জোন ও ক্যাম্পের দায়িত্বে থাকা সদস্যরা।

এ সময় সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. কাওসার জাহান, গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর মো. এমরান হোসেন, স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. মঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions