রাঙামাটিতে ১০জনের অধিক মুসল্লিকে জুমা’র নামায পড়তে দেয়নি প্রশাসন

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২০ ০৮:১৬:৪২ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৫:২৬:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শুক্রবার পবিত্র জুমা’র দিন, সাধারনত এদিনে মসজিদে মুসল্লিদের ভিড় বেশী থাকে, কিন্তু করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকার ওয়াক্ত নামাযে সর্বোচ্চ ৫জন এবং জুমা’র নামাযে সর্বোচ্চ ১০জন মুসল্লি নামায পড়ার নিয়ম বেঁধে দেয়ায় আজ রাঙামাটির বেশীর ভাগ মসজিদ ছিল ফাঁকা। ১০জন মুসল্লি হওয়ার পর অনেক মসজিদের গেটে তালা মেরে দিতে দেখা যায়। প্রতি মসজিদে কেবল ১০জন মুসল্লি নামায পড়তে পেরেছেন।

এদিকে সামাজিক দুরত্ব নিশ্চিত করা, জনসমাগম হতে না দেয়া, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে প্রতিদিনকার মত আজো জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও সেনাবাহিনী ও পুলিশের  তৎপরতা অব্যাহত ছিলো। শহরের তবলছড়ি, বনরুপা ও রিজার্ভবাজারসহ অলিগলিতে সেনাবাহিনী তৎপরতায় চালায় যারা অহেতুক বাইরে ঘোরাফেরা করছে এমন জনসাধারনকে বাসায় ফেরত পাঠাচ্ছে।

তবে আজ রাঙামাটি চট্টগ্রাম প্রবেশ মুখের বেতবুনিয়ায় আইন শৃঙ্খলাবাহিনী ছিল কঠোর অবস্থানে, এসময় জরুরী ওষুধের গাড়ী ও নিত্যপ্রয়োজনীয় গাড়ী ছাড়া অন্য কোন যানবাহন এবং বহিরাগত লোকদের রাঙামাটিতে প্রবেশ করতে দেয়নি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions