রাঙাপানিতে চাকমা পরিবারের মাঝে ত্রাণ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২০ ০৪:১৮:৫৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৪০:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের রাঙাপানি লিচু বাগান ও আলুটিয়া গ্রামের হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাঙামাটি বিশিষ্ট ব্যবসায়ী  ও আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিন সেলিম।

করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার সহযোগীতার অংশ হিসেবে শনিবার সকালে লিচু বাগান এলাকায় গিয়ে এ ত্রাণ তুলে দেন মঈন উদ্দিন সেলিম। এ সময় তাঁর বড় ভাই ইউনুস সাথে ছিলেন।

এ সময় সেলিম বলেন এ দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের যা আছে তা দিয়ে স্ব স্ব অবস্থান থেকে সাবাইকে এগিয়ে আসতে হবে। সরকার ও প্রশাসনকে সহযোগীতা করতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশী কষ্ট পাচ্ছে খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর লোকজন। সামান্য সহযোগীতা দিয়ে হলেও এদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। খবর পেয়েছি এ এলাকায় হত দরিদ্র পরিবার রয়েছে। এ খবর পেয়ে ত্রাণ এনে দিলাম।

ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করে সেলিমের পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন স্থানীয়রা।

ত্রাণ পাওয়ার পর বিলাস চাকমা বলেন, ভিতরের এলাকা হওয়ায় আমরা ত্রাণ থেকে বঞ্চিত ছিলাম। সেলিম স্যারের ত্রাণ পেয়ে আমরা পরিবার নিয়ে কয়েকদিন পরিবার সুখে থাকতে পারব। মঈন উদ্দিন সেলিম রাঙামাটি বাস মালিক ও লঞ্চ মালিক সমিতির সভাপতি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions