প্রশাসনকে সহায়তা করতে কাপ্তাইয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২০ ০৯:১০:২৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:১৩:০০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বুধবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে কাপ্তাই জোনের অধীন ২৩ বেঙ্গলের ২টি সেনা সদস্যের টিম সকল গুরুত্বপূর্ণ স্থানে টহল দেওয়ার খবর পাওয়া যায়।।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাশ সহ আরও অনেকে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে সেনাবাহিনী। সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করতে হবে, অহেতুক কেউ ঘর থেকে বের হবেন না, প্রয়োজনীয় দোকানপাট ছাড়া কিছু খোলা না রাখার জন্য তিনি জনগনের প্রতি অনুরোধ জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions