মহালছড়িতে জরুরী প্রয়োজনীয় ছাড়া সকল ধরনের যান বাহন বন্ধ থাকবে

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২০ ০৫:০১:৩৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৫২:৩০

সিএইচটি টুডে ডট কম, (মহালছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তি বার্তায় সকল ধরনের জনপরিবহন ও গুরত্বপূর্ণ দোকানপাট ছাড়া সকল ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


২৫ মার্চ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত।


বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল /০৩/২০২০ খ্রীস্টাব্দ তারিখ হইতে ঔষুধের দোকান, মুদির দোকান, চালের দোকান, মোবাইল রিচার্জ দোকান, জ্বালানি তেলের দোকান ব্যতিত সকল দোকান পাঠ বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়ি, এম্বুলেন্স, ঔষুধ পত্র বাহী গাড়ি ও সংবাদ পত্র গাড়ি ব্যতিত সকল জানবাহন বন্ধ সহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ হাটবাজার ও বন্ধ থাকবে। প্রত্যেকে বাড়িতে অবস্থান করবেন। শিশুদের বাড়িতে অবস্থান নিশ্চিত করবেন। সকল ধরনের রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ।


জরুরী প্রয়োজন ছাড়া মাস্ক ব্যতিরেখে কেউ বাড়ীর বাইরে যাবেন না।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions