রোয়াংছড়িতে পাথর চাপায় এক শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ ২২ মার্চ, ২০২০ ০৮:৩৬:৩৮ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:২৪:১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়িতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় পাথর চাপায় মো: জোবায়ের (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে,এসময় আরও একজন শ্রমিক আহত হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি সড়কের তুলাঝিরি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে পাহাড়ের পানির উৎসস্থল ছড়া-ঝিড়ি থেকে পাথর উত্তোলন করে শনিবার বিকেলে ট্রাক বোঝাই করার সময় পাথর চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়, নিহত শ্রমিকের নাম মো: জোবায়ের (৩৮)। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া এলাকায় বলে জানা গেছে। এসময় ঘটনায় আরও একজন আহত হয়।

এদিকে ঘটনার পরপরই শ্রমিকেরা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম বলেন, পাথরের খোয়ারিতে শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, তদন্ত করে দেখা হচ্ছে ঘটনার সঙ্গে কারা জড়িত। তিনি আরো জানান ,জেলায় কোথাও পাথর উত্তোলনের কোনো অনুমোদন প্রশাসন দেয়নি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে ও জানান বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions