করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে আটক ২

প্রকাশঃ ২১ মার্চ, ২০২০ ১২:৩৪:৪৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৫৪:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে একজনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে গুজব ছড়ানোর অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে দীঘিনালা ও মানিকছড়ি থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো, দীঘিনালার সুজন দাশ ও মানিকছড়ির আদ্রিত্য ভট্টাচার্য্য লিংকন।খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার আরও জানান, খাগড়াছড়িতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগীই সনাক্ত হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে গুজব ছড়িয়েছে একটি মহল। তাদের সনাক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মানিকছড়ি ও দীঘিনালা থেকে ২ যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions