বান্দরবানে আওয়ামীলীগ নেতা খুনের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:০৭:২৬ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ১০:১২:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় শনিবার একদল অস্ত্রধারী গুলিতে দুইজন নিহতের ঘটনায় মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে একটি সংগঠন। সোমবার সকালে শহরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, ক্যাপ্টেন তারু মিঞা এবং কাজী নাছিরুল আলম।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এসব অবৈধ তৎরপতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর জোরালে ভূমিকা রাখার আহবান তাঁরা।

গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় একদল অস্ত্রধারী। এতে ঘটনাস্থলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত হন এবং ঘটনাস্থলে থাকা আতঙ্কে স্ট্রোক করে মারা যায় বাখইং মারমা নামে এক বৃদ্ধ। এসময় গুলিবিদ্ধ হয় আরও পাঁচজন ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions