লংগদুতে বাল্যবিবাহ প্রতিরোধে ১০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:১৮:০০ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০২:৫৫:১১
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে রাঙামাটির লংগদুতে গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া দশ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল।

শনিবার (২২ ফেব্রুয়ারি), লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের নিকট বাইসাইকেল হস্তান্তর  করেন।

ইউএনও প্রবীর কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, বাল্য বিবাহ সমাজের জন্য অভিশাপ। তাই ব্যাধিকে সমাজ থেকে দূর করতে হবে। এলাকায় কোথাও বাল্যবিবাহ হলে সাথে সাথে পরিদর্শন করে প্রশাসনকে জানাবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার কে থোয়াই মারমা, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ  নুর,  প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, ৭নম্বর লংগদু  ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন সহ  গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions